আমাদের সম্পর্কে

আপনার সকল ডিজিটাল প্রয়োজনের নির্ভরযোগ্য সমাধান: নজরুল কম্পিউটার্স

প্রযুক্তির এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন হয় কম্পিউটার এবং অনলাইন সেবার। ছাত্রছাত্রীদের ভর্তি থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের আবেদন, কিংবা সাধারণ মানুষের অনলাইন কাজ—সবকিছুর জন্য প্রয়োজন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনার এই সকল চাহিদার কথা মাথায় রেখেই প্রোঃ মোঃ সাইফুর রহমান শুভ এর সুদক্ষ পরিচালনায় গড়ে উঠেছে "নজরুল কম্পিউটার্স"। আমরা শুধু ব্যবসাই করি না, আপনার প্রতিটি কাজকে নিজের মনে করে সর্বোচ্চ যত্ন ও নিখুঁতভাবে সম্পন্ন করি।

আমাদের বিশেষায়িত সেবাসমূহ:

১. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম পূরণ:
ভর্তি প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ এবং সময়সাপেক্ষ ব্যাপার। একটি ছোট ভুলের কারণে আপনার সন্তানের বা আপনার নিজের শিক্ষাজীবনের স্বপ্ন ব্যাহত হতে পারে। এই দুশ্চিন্তা থেকে আপনাকে মুক্তি দিতে আমরা আছি আপনার পাশে। স্কুল, কলেজ কিংবা দেশের যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি ফরম অত্যন্ত সতর্কতার সাথে এবং নির্ভুলভাবে পূরণ করা হয়।

২. সকল প্রকার চাকরির আবেদন:
সরকারি বা বেসরকারি, যেকোনো চাকরির অনলাইন আবেদন এখন আর কোনো ঝামেলার বিষয় নয়। ছবি ও স্বাক্ষর সঠিক মাপে রিসাইজ করা, প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে ইনপুট দেওয়া এবং আবেদন ফি প্রদানসহ সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থাকি। আপনার স্বপ্নের চাকরির পথে প্রথম ধাপটি হোক আমাদের হাত ধরে।

৩. সকল প্রকার অনলাইন কাজ:
যেকোনো ধরনের অনলাইন রেজিস্ট্রেশন, বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দেখা, সরকারি বিভিন্ন সেবার আবেদন (যেমন: জন্ম নিবন্ধন, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র) এবং অন্যান্য যাবতীয় অনলাইন কাজ দ্রুততম সময়ে এবং নির্ভরযোগ্যতার সাথে করা হয়।

৪. ফটোকপি ও কালার ফটোকপি:
আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আইডি কার্ড, সার্টিফিকেট বা যেকোনো কাগজের ঝকঝকে ও স্পষ্ট ফটোকপি করার জন্য আমাদের রয়েছে আধুনিক মেশিন। সাদাকালো ফটোকপির পাশাপাশি আমরা উন্নতমানের ডিজিটাল কালার ফটোকপিও করে থাকি।

৫. স্পাইরাল বাইন্ডিং ও ছবি থেকে ছবি:
আপনার অ্যাসাইনমেন্ট, রিপোর্ট, বই বা নোটকে আরও সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা উন্নতমানের স্পাইরাল বাইন্ডিং করে থাকি। এছাড়াও, আপনার পুরোনো, নষ্ট হয়ে যাওয়া বা ওয়ালেট সাইজের ছবি থেকে হুবহু নতুন ও ঝকঝকে ছবি তৈরি করে দেওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে আমাদের। আপনার স্মৃতিগুলো থাকুক অমলিন।

৬. কম্পিউটার প্রশিক্ষণ:
বর্তমান যুগে কম্পিউটার শিক্ষা অপরিহার্য। আমরা শুধু আপনার কাজ করেই দেই না, আপনাকে কাজ শেখাতেও সাহায্য করি। ছাত্রছাত্রী, গৃহিণী এবং কর্মজীবীসহ সকলের জন্য আমাদের রয়েছে বেসিক কম্পিউটার, মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), ইন্টারনেট ব্রাউজিং এবং গ্রাফিক্স ডিজাইনের মতো বিভিন্ন কোর্সের উপর প্রশিক্ষণের সুব্যবস্থা। নিজেকে আত্মনির্ভরশীল করে তুলতে আজই আমাদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিন।

কেন নজরুল কম্পিউটার্স সেরা?

  • নির্ভরযোগ্যতা: প্রতিটি কাজ নিখুঁতভাবে সম্পন্ন করার নিশ্চয়তা।

  • দক্ষতা: অভিজ্ঞ পরিচালক ও কর্মীদের দ্বারা পরিচালিত।

  • দ্রুত সেবা: আপনার সময়ের মূল্য আমরা বুঝি, তাই কাজ সম্পন্ন হয় দ্রুততার সাথে।

  • সহজলভ্যতা: আপনার প্রয়োজনে আমাদের পাচ্ছেন দুটি ভিন্ন মোবাইল নম্বরে।

যেকোনো প্রয়োজনে নিঃসঙ্কোচে যোগাযোগ করুন:

নজরুল কম্পিউটার্স
প্রোঃ মোঃ সাইফুর রহমান শুভ

ফেসবুক পেজ:

Nazrul Computers Nc

মোবাইল:

  • 01840930404

  • 01557677586

ই-মেইল:

প্রযুক্তিগত যেকোনো সমস্যা বা প্রয়োজনে 'নজরুল কম্পিউটার্স' রয়েছে আপনার পাশে। আপনার আগমন আমাদের একান্ত কাম্য।