তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত 'অফিস সহায়ক' পদে মোট ৪৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ |
|
পদের নাম |
অফিস সহায়ক |
পদ সংখ্যা |
৪৯৭টি |
বেতন স্কেল |
৮,২৫০ - ২০,০১০ টাকা (গ্রেড-২০) |
শিক্ষাগত যোগ্যতা |
কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ। |
আবেদন শুরু |
১৮ আগস্ট ২০২৫, সকাল ১০:০০টা |
আবেদনের শেষ তারিখ |
১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৫:০০টা |
আবেদন ফি |
আবেদন ফি বাবদ ৫৬ টাকা
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। |
চাকরির ধরন |
সরকারি চাকরি |
প্রার্থীর ধরন |
নারী-পুরুষ উভয়ই আবেদন
করতে পারবেন |
কর্মস্থল |
বাংলাদেশের যেকোনো স্থান |
বয়স |
১৮ আগস্ট ২০২৫ তারিখে
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে |
আগ্রহী প্রার্থীদেরকে http://doict.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে
আবেদন করতে হবে। আবেদন করার জন্য ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং
৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান
করে আপলোড করতে হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৭ আগস্ট
২০২৫ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
Nazrul Computers nc
আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করাতে পারবেন
আবেদন করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে
মোবাইলঃ 01840930404, 01557677586
Email: nazrulislamng@gmail.com, nazrulcomputers.srs@gmail.com
Facebook: https://www.facebook.com/nazrulcomputersnc
whatsapp: https://wa.link/tf2nwd
সামাজিক প্লাগইন